দক্ষিণ আইচায় এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত


ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ২টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবছর চর আইচা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে নিয়মিত ৭০০ জন।
আজ বাংলা প্রথম পত্র পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৮৮ জন, অনুপস্থিত ছিলেন ১২ জন। চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হল সচিব মো. শহিদ উল্যাহ এ তথ্য জানান।
দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এবার পরীক্ষার্থীর সংখ্যা মোট ৩৩২ জন, আজ কোরাআন মাজিদ পরীক্ষায় উপস্থিত ছিলেন ৩২০ জন অনুপস্থিত ছিলেন ১২ জন, এই কেন্দ্রে ৯টি প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী পরীক্ষা অংশ গ্রহণ করেন। দক্ষিণ আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও হল সচিব মাওলানা আবুল বাশার হেলালী এ তথ্য জানান। এই সময় পরিক্ষার হল পরিদর্শন করেন দক্ষিণ আইচা থানার (ওসি) মো. শাখাওয়াত হোসেন।
এইচকেআর
