দৌলতখানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক


ভোলার দৌলতখানে ১ কেজি গাঁজাসহ টিটু (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে দৌলতখান থানার এসআই বেলায়েত হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ দৌলতখান পৌরসভার স্লুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক টিটু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার আবদুল গফুরের ছেলে। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্লুইসগেট এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ টিটুকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
এইচকেআর
