ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের খুলনায় গুলি করে যুবদল নেতাকে হত্যা শুধু কেন্দ্র নয় পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছে ইসি
  • মনপুরায় শিশু মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

    মনপুরায় শিশু মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসকদের অবহেলায় একের পর এক শিশু মৃত্যুর ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে এই দুর্গম উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে ৭ দফা দাবী সংবলিত স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমানের কাছে তুলে দেন নাগরিক কমিটি।

    বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এর সামনে শুরু হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

    মানববন্ধন ও প্রতিবাদ সভায় মনপুরার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বেহাল চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন মনপুরা নাগরিক কমিটির সভাপতি এ.এফ.এম রিয়াদ ও সম্পাদক সামাদ। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে ৭ দফা দাবী বাস্তবায়নে ওপর জোর দেন বক্তরা। 

    দাবীগুলো হলো-  ডাক্তার নয় এমন ব্যাক্তির চিকিৎসা সেবা বন্ধ করতে হবে। ডাক্তারদের কর্মস্থলে রাখার পরিবেশ সৃষ্টি এবং তাদের সেবা প্রদান নিশ্চিত করতে হবে। হাসপাতালের পরিবেশ স্বাস্থ্য সম্মত রাখতে হবে। প্রসুতি মায়ের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করতে হবে। হাসপাতালে যৌন হয়রানী, যৌন অপকর্মে লিপ্ত বা ইভটিজিং এর সাথে জড়িত চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্তদের নিয়োগ বাতিল ও রাজস্ব খাতে কর্মচারীদের শাস্তির আওতায় আনতে হবে। প্রতি ৭ দিনের ভিডিও ফুটেজ উপজেলা স্বাস্থ্য কমিটির কাছে হস্তান্তর করতে হবে। হাসপাতালে এ্যাম্বুলেন্স দ্বারা আহত হয়ে পঙ্গু হয়েছে এমন ব্যাক্তিদের চিকিৎসা প্রদান ও ক্ষতিপুরন দিতে হবে। 

    মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে মনপুরাবাসীর পক্ষে নাগরিক কমিটির সভাপতি এ.এফ.এম রিয়াদ এর নের্তৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের হাতে ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি প্রদান করেন। 

    এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমান বলেন, নাগরিক কমিটির ৭ দফা দাবী সম্বলিত একটি স্মারক লিপি পেয়েছি। আমরা বিষয়গুলো নিয়ে ডাক্তারদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছি। তবে ডাক্তারদের কর্তব্যে অবহেলায় কোন শিশুর মৃত্যু হয়নি বলে দাবী করেন তিনি। 

    এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার জানান, নাগরিক কমিটির পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। উপজেলা স্বাস্থ্য সভায় সবার মতামত নিয়ে পরববর্তী ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ