ঢাকা শনিবার, ১২ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • পুরান ঢাকার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৪ পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা: সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো আমাদের আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে : নাহিদ ইসলাম পিরোজপুরে সব ছাত্রী বিবাহিত, তাই পাস করেনি কেউ! আগের দিন আর নাই, জনাব- এই প্রজন্ম ছাড় দিতে পারে ছেড়ে দেবে না জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত কারাগারে শ্রীলঙ্কার জালে ৯ গোল দিয়ে সাফ মিশন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের খুলনায় গুলি করে যুবদল নেতাকে হত্যা শুধু কেন্দ্র নয় পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা চেয়েছে ইসি
  • দৌলতখানে ভাঙাড়ি ব্যবসার আড়ালে চোরাকারবার! 

    দৌলতখানে ভাঙাড়ি ব্যবসার আড়ালে চোরাকারবার! 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ভাঙাড়ি ব্যবসাকে ঘিরে গড়ে উঠেছে  শক্তিশালী  অপরাধ চক্র।  চক্রটির সদস্যরা, চুরি, ছিনতাই, মাদক সেবনসহ নানা অপরাধে জড়িয়ে পড়েছে।  এতে উপজেলার পাড়া-মহল্লা, গ্রাম-গঞ্জে  চুরি ও ছিনতাই বেড়ে গেছে।  

    অনুসন্ধানে জানা গেছে, দৌলতখানের চরখলিফা  ইউনিয়নের  ৭ নম্বর ওয়ার্ডের হেলিপোর্ট রোড, দৌলতখান পৌরসভার বাসস্ট্যান্ড ও বিউটি রোডসহ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশত  ভাঙাড়ি দোকান রয়েছে।  দীর্ঘদিন ধরে  প্রশাসনের নাকের ডগায়  এসব দোকানে ভাঙাড়ি ব্যবসার আড়ালে চলছে জমজমাট চোরাকারবার। প্রভাবশালী মহলের ছত্রছায়ায়  চলছে  এ কারবার। এনিয়ে ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউই। 

    নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, হেলিপোর্ট  রোডে সন্ধ্যার পর অপরাধীদের আনাগোনা  বেড়ে যায়। মাদকের আসর বসে নিয়মিত। আন্তঃজেলা  চোর চক্রের সদস্যরা অটোরিকশা,  ভ্যান, সাইকেল, বোরাক, ভবনের দরজা, জানালা, গ্রিল, লোহার রডসহ নানা চোরাই মাল এখানে নামমাত্র মূল্যে বিক্রি করছে। প্রকাশ্যে এ কারবার চললেও প্রশাসন  নিরব। দোকানগুলোতে প্লাস্টিক ও কাচের বোতল, তামা, বই,  খাতা লোহার রড,  মোটর,  স্টিলের আলমারি,  বৈদ্যুতিক পাখা, ইঞ্জিনের যন্ত্রপাতি কেনা-বেচা হয়। 

    দৌলতখান পৌরসভার   বাসস্ট্যান্ড এলাকার ভাঙাড়ি ব্যবসায়ী  আকরাম ওরফে আকরাম হুজুর কাভার্ডভ্যানে করে পাইকারি দরে কেনা চোরাই মাল ঢাকায় পাচার করে বলে অভিযোগ  রয়েছে। এছাড়াও   বিউটি সিনেমা হল রোডে এক ব্যবসায়ী ভাঙাড়ি ব্যবসার নামে চোরাই পন্য কেনা-বেচা করছে অভিযোগ রয়েছে।  

    স্থানীয় অটোরিকশা চালক নুর মোহাম্মদ, নবু ও সবুজ জানায়, কয়েক মাস  আগে তাদের  তিনটি অটোরিকশা  চুরি হয়। অনেক খোঁজাখুজি করেও পাইনি। কীভাবে পাব, চোরেরা এগুলো কম দরে ভাঙাড়ি দোকানে বিক্রি  করে দেয়। 

    স্থানীয়রা জানায়,  হেলিপোর্ট  রোডে মিজান স্টোর,  বিসমিল্লাহ স্টোর ও ফারিয়া স্টোরসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে  ভাঙারী ব্যবসার আড়ালে চোরাকারবার চালিয়ে যাচ্ছে । অভিযোগ উঠেছে, মিজান মোটরস-এ  চোরাই ব্যাটারীচালিত  অটোরিকশা ক্রয় করে ভাঙারী হিসেবে বিক্রি করছে। 

    শনিবার(২৪ সেপ্টেম্বর ) দুপুরে সরেজমিনে  গিয়ে দেখা গেছে, দোকানের সামনের রাস্তার পাশে  ও বাগানে পুরনো ১০/১২টি  ব্যাটারীচালিত  রিক্সা  ও বোরাক। দোকানের ভিতরে অটোরিকশার নানা যন্ত্রাংশ।  এব্যাপারে  ব্যবসায়ী মিজান জানায়,  'স্টাম্পে লিখিত করে পুরনো ব্যাটারীচালিত  রিক্সা ও অটোরিকশা ক্রয় করে ভাল যন্ত্রাংশগুলো  আলাদা করে বিক্রি  করা হয়।' তবে তিনি চোরাই অটোরিকশা  ক্রয়ের বিষয়টি  অস্বীকার  করে বলেন, 'যারা  চোরাই মালামাল বেচা-কেনা করে তাদের বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হোক।' তিনি বৈধভাবে ব্যবসা করছেন বলে দাবী করেন। 

    ব্যবসায়ী আকরাম বলেন, 'আমি কোনো চোরাই মাল কেনা-বেচা করিনা।' হেলিপোর্ট  এলাকায় ভাঙারি ব্যবসার আড়ালে মাদক ও চোরাকারবার এখন ওপেন-সিক্রেট ।  ইতিপূর্বে  আইনশৃঙ্খলা বাহিনীর  অভিযানে ওই এলাকা থেকে কয়েকজন মাদক কারবারি ও চোর চক্রের সদস্য  আটকও হয়েছে।

    দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ