ভোলা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন


দৌলতখান উপজেলার দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোসলেম উদ্দিন ভোলা জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে জেলা বাছাই কমিটি সহকারী শিক্ষক ক্যাটাগরিতে তাঁকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঘোষণা করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন
এ তথ্য নিশ্চিত করে বলেন, মোসলেম উদ্দিন এবছর উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন। মোসলেম উদ্দিন ২০১২ সালে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছেন।
জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ।
এইচকেআর
