দৌলতখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন


ভোলার দৌলতখানে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার(২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভোলা - ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।
এছাড়াও প্রধানমন্ত্রীর জন্মদিনে দৌলতখান পৌরশহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, ষুগ্ম সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু প্রমুখ বক্তব্য দেন।
এইচকেআর
