ভোলায় নৌকাডুবিতে জেলের মৃত্যু


ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে মো. কামাল জমাদ্দার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দুপুরের দিকে নিহতের লাশ কোস্টগার্ড সদস্যরা উদ্ধার করেছে। নিহত কামাল ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, শনিবার সকালে মাছ ধরার সময় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় কামাল মাঝির জেলে নৈকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা অপর জেলে ইউসুফ সাঁতরে তীরে উঠে আসলেও কামাল মাঝিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খবর পেয়ে কোস্টগার্ড সদস্যরা নিখোঁজ জেলেকে উদ্ধার অভিযানে নামে এবং দুপুর ২টার দিকে নিখোঁজ কামালের লাশ উদ্ধার করা হয়।
এইচকেআর
