ভোলায় যুব সংহতির কমিটি ঘোষণা


বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সহযোগী সংগঠন যুব সংহতির ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ভোলা জেলা বিজেপির কার্যালয়ে নুরে আলম ছিদ্দিক টিটুর সভাপতিত্বে জেলা যুব সংহতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা শুরু হলে উপস্থিত শত শত নেতা কর্মী কমিটি ঘোষণার দাবীতে মূহুর্মুহু শ্লোগান আর করতালীতে অনুষ্টানটি মখরিত করে তোলে।
এ সময় বক্তারা বলেন, ভোলার উন্নয়নের রুপকার, সাবেক মন্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র মরহুম নাজিউর রহমান মন্জু' র হাতে গড়া বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ'র নেতৃত্বে আজ তৃনমূল পর্যায়ে অনেক শক্তিশালী। যুব সংহতি বিজেপির প্রান, আগামী নির্বাচন ও আন্দোলন সংগ্রামে এ সংগঠনটি বিশেষ ভুমিকা পালন করবে। বক্তারা, সকল বিভেদ ও সমালোচনার উর্ধ্বে এসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
পরে আলোচনা শেষে নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে নুরে আলম ছিদ্দিক টিটুকে সভাপতি, মো. মাইনুল ইসলাম কে সাধারণ সম্পাদক এবং শেখ ইয়াছিন আরাফাত বাবু কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১০১ সদস্যে বিশিষ্ট ভোলা জেলা যুব সংহতির এ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিজেপির যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল রাজা, সহ- সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মাস্টার ও সহ- সাংগঠনিক সম্পাদক মো. মোসলেহ উদ্দিন সরদার সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মো. মাহিদুর রহমান শুভ।
এইচকেআর
