বোরহানউদ্দিনে ইয়াবাসহ মাদক কারবারি আটক


ভোলার বোরহানউদ্দিনে ইয়াবাসহ মো. জুয়েল হাওলাদার (২৮) নামক এক মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
আটককৃত মো. জুয়েল উপজেলার ফুল কাঁচিয়া ৪নং ওয়ার্ডের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার (৭ অক্টোবর) বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর সাড়ে বারোটায় এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন জুয়েল সঙ্গীয় অফিসারদের সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে পৌরসভা ০৫নং ওয়ার্ডস্থ জনতা-১ হোটেল এর সামনে থেকে তাকে গ্রেফতার করে। এসময় তাঁর কাছ থেকে ২৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় একটি মামলার প্রস্তুতি চলমান।
শুক্রবার বিকেলে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিয়া।
এইচকেআর
