মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

মিয়ানমারের দ্বিতীয় বড় শহর মান্দালয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিসের বরাতে বৃহস্পতিবার (১০ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী নেপিদো থেকে পাইন ওলুইনে যাচ্ছিল বিমানটি। পথে মান্দালয়ে একটি স্টিল প্ল্যান্টের ৩০০ মিটার দূরে তা বিধ্বস্ত হয়। বিমানে ছয় সামরিক বাহিনীর সদস্য এবং কয়েকজন মঙ্ক ভ্রমণ করছিলেন। জানা গেছে, পাইলট এবং একজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। তাদের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এমইউআর
