ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
  • ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় হামলা, আহত ১৫

    ঝালকাঠিতে বিএনপির পদযাত্রায় হামলা, আহত ১৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে ঝালকাঠিতে বিএনপির ইউনিয়ন পর্যায়ে গণপদযাত্রায় পুলিশের বাধা ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।  

    শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজার থেকে গণপদযাত্রা বের করেন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা।

    এ গণপদযাত্রা ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ, ধানসিঁড়ি, কেওড়া এবং নবগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলার ঘটনায় ১৫ জন আহত।

    আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনে বরিশাল শেরে-‍ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। বাকি আহতরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন জানান, নথুল্লাবাদ ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. শেখ লাভলুকে কুপিয়ে গুরুতর জখম করে। সে বরিশাল শেরে বাংলা  মেডিকেলে ভর্তি হয়েছেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহসান, ৯ নম্বর ওয়ার্ডে সহ-সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমানসহ ইউনিয়ন বিএনপি নেতা সালাম, মানিক বিশ্বাস, ফরিদ, শহিদুল, বশির আহত হয়েছেন। তারা ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

    কেওড়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. মাহাতাব উদ্দিনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আবুল কালাম বাদলকে পিটিয়ে গুরুতর জখম করে। এছাড়া অত্র ইউনিয়নের বাসিন্দা জেলা তাঁতী দলের সভাপতি মো. বাচ্চু হাসান খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সেলিম আহসান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. মুন্না, যুবদল নেতা মো. শাহিন মাষ্টারকে মারপিট করে আহত করে।

    ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, রাজনৈতিক শান্তিপুর্ণ কর্মসূচীতে নগ্ন ও ন্যাক্কারজনক হামলাকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তিনি।

    ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আমাদের কাছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ