ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
  • ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

    ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পদযাত্রা থেকে বাড়ি ফেরার পথে বিএনপির ১৩ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা বসিয়ে তাদের ওপর হামলা চালায়। 

    আহত নেতাকর্মীদের রাতে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

    বিএনপি নেতারা অভিযোগ করেন, শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা শেষে সন্ধ্যায় নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে পাহারা বাসিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। 

    হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে আহত করে ইউনিয়ন বিএনপির সদস্য নাসির উদ্দিন হাওলাদার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সোহাগ খান, যুবদলকর্মী মো. নবাব, সাইফুল ইসলাম ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহাগ হোসেনসহ ১০ জনকে। 

    একই দিন বিকেলে সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে পদযাত্রা শেষে বাড়ি ফেরার পথে চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাদল হাওলাদার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও সদর থানা বিএনপির সহসভাপতি ফারজানা ইয়াসমিনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে। 

    ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন জানান, পুলিশের উপস্থিতিতে পদযাত্রায় হামলা করে আওয়ামী লীগ। এছাড়াও যারা পদযাত্রা শেষে বাড়ি ফিলে যাচ্ছিল, তাদের ওপরও হামলা চালানো হয়। রাস্তায় রাস্তায় পাহারা বসিয়ে হামলা করে তারা। হামলা মামলা করে বিএনপির নেতাকর্মীদের দাবিয়ে রাখা যাবে না। এ সরকারের পতন খুব শিগগিরই হবে।

    অভিযোগ অস্বীকার করে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল বলেন, নিজেদের গ্রæপিংয়ের কারণে পদযাত্রায় মারামারি করেছে বিএনপির নেতাকর্মীরা। উল্টো দোষ দিচ্ছে আওয়ামী লীগের ওপর। আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়নে শান্তিপূর্ণভাবে শান্তি সমাবেশ করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ