ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • ঝালকাঠির দৃষ্টিহীন সুপারি বিক্রেতার চিকিৎসার দায়িত্ব নিলেন ছবির হোসেন

    ঝালকাঠির দৃষ্টিহীন সুপারি বিক্রেতার চিকিৎসার দায়িত্ব নিলেন ছবির হোসেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার দৃষ্টিহীন মনি হালদার স্ত্রী মুক্তা হালদারকে নিয়ে পথে পথে ঘুরে সুপারি বিক্রি করে সংসার চালাতেন। এ দিয়ে যা আয় হতো তা দিয়ে তিন ছেলে ও মেয়ের লেখাপড়ারও খরচ বহন করতেন। 

    দৃষ্টি প্রতিবন্ধী হলেও নিপুন হাতে কাটতেন সুপারির কুচি। দরিদ্র্য হলেও সুখের সংসারে তাঁর কষ্ট ছিল না। রবিবার সকালে মনি হালদার ব্রেন স্টোক করে অসুস্থ হয়ে পড়েন। দুই দিন ধরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মনি হালদারের অসুস্থতার খবর পেয়ে সোমবার ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন ছবির হোসেন নামের এক মানবিক মানুষ। তিনি অসুস্থ মনি হালদারের চিকিৎসার সব দায়িত্ব নেন। প্রথম পর্যায়ে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা স্ত্রী মুক্তা হালদারের হাতে তুলে  দেন।  এ সময় মানবিক ছবির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনি হালদারের স্ত্রী মুক্তা হালদার।

    ছবির হোসেন বলেন, মনি হালদার খুবই কষ্ট করে সংসার চালায়। তাঁর অসুস্থতার খবর পেয়ে আমি হাসপাতালে ছুটে আসি। পরে জানতে পারি সে স্টোক করেছে। তাঁর চিকিৎসার জন্য আমি ১০ হাজার টাকা দিয়েছি। চিকিৎসায় তাঁর যতো ব্যয় হবে, তা আমি দিবো। 

    মনি হালদারের স্ত্রী আবেগাপ্লুত হয়ে বলেন, ছবির ভাই একজন মানবিক মানুষ। বিপদে আমাদের যখন কেউ খবর নিচ্ছিল না, তখন ছবির ভাই এসে পাশে দাঁড়িয়েছেন। আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। তিনি যেন এভাবে অসহায় মানুষের পাশে সব সময় থাকতে পারেন, সেই দোয়া করি।

    ঝালকাঠি সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ইমাম হোসেন জুয়েল বলেন, মনি হালদার ব্রেন স্টোক করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা সব সময় তাঁর খেয়াল রাখছি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ