ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • স্ত্রী স্বীকৃতির দাবিতে রাজশাহী থেকে নলছিটিতে সানজিদা

    স্ত্রী স্বীকৃতির দাবিতে রাজশাহী থেকে নলছিটিতে সানজিদা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্ত্রী স্বীকৃতির দাবি নিয়ে ঝালকাঠির নলছিটিতে অবস্থান নিয়েছে রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা সানজিদা খাতুন (৪০)।  

    বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামের হাবিব আকনের ছেলে আক্কাস আকনের বাড়িতে অবস্থান নেন তিনি।

    সানজিদা খাতুন জানান, আক্কাস আকনের সঙ্গে মোবাইল ফোনে তার পরিচয় হয়। এরপর প্রতারণা করে ভোটার আইডি কার্ড পরিবর্তন করে ২০২১ সালের ১১ জানুয়ারি দুই লাখ টাকা দেনমোহরে শরীয়ত মেনে তার সঙ্গে বিবাহ হয়। বিবাহের কিছু দিন পর টাকা-পয়সা নিয়ে বাড়ি চলে আসে সে। তারপর থেকে তার ফোন বন্ধ পাই। আমি উপায় না পেয়ে তার গ্রামে চলে আসি। কিন্তু এখানে কোনো কূল-কিণারা না পেয়ে তার বাড়িতে অবস্থান করছি।

    স্থানীয়রা জানান, আক্কাস আকন এর আগে পাশের বাড়ি থেকে এক গৃহবধূকে নিয়ে পালিয়ে ঢাকায় যায়। পরবর্তীতে আবার সেই গৃহবধূকে নিয়ে বাড়িতে ফিরে আসে সে। তার চাল-চলন ভালো না।

    অভিযুক্ত আক্কাস আকনকে না পাওয়ায় তার স্ত্রী হ্যাপি বেগম জানান, এই মহিলার কাবিননামা অনুযায়ী, যাকে তিনি স্বামী দাবি করছেন, তার নাম দেলোয়ার। কিন্তু আমার স্বামীর নাম আক্কাস আকন। আমার স্বামীর সঙ্গে তার কোনো সম্পর্ক নাই।

    স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, আমি জানতে পারছি যে, স্ত্রীর দাবিতে রাজশাহী থেকে এক নারী আক্কাস আকনের বাড়িতে অবস্থান নিয়েছে।

    মোল্লারহাট ইউপি চেয়ারম্যান কে এম মাহবুবুর রহমান সেন্টু জানান, বিষয়টি কেউ আমাকে অবহিত করেনি। মোবাইল ফোনে সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম।

    নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ