ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুরে ট্রাক চাপায় আব্দুল হাকিম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজাপুর-ভান্ডারিয়া সড়কের গালুয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল হাকিম বাড়ি থেকে বের হয়ে গালুয়া বাজারে যাচিচ্ছলেন। এসময় রাজাপুর থেকে ভান্ডারিয়াগামী দ্রুত গতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত চালিয়ে পালিয়ে যায়। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, বৃদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন