ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

বরাদ্দের টাকা নয়-ছয়, প্রধান শিক্ষককে শোকজ

বরাদ্দের টাকা নয়-ছয়, প্রধান শিক্ষককে শোকজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিদ্যালয় মেরামতের জন্য বরাদ্দের টাকা নয়-ছয় করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরাদ্দের টাকায় বিদ্যালয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন না করা এবং অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করে জবাব দিতে বলা হয়েছে।

অনিতা রানী আরও বলেন, শোকজের বিষয়টি জানতে পেরে ওই শিক্ষক আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।

জানা গেছে, সম্প্রতি প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম, বরাদ্দের টাকা নয়-ছয় করা ও স্বেচ্ছাচারিতার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের মৌখিকভাবে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর প্রধান শিক্ষককে শোকজ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক নিজেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিও) কাছের লোক বলে পরিচয় দিয়ে বেড়ান। এ কারণে ভয়ে তাকে কেউ কিছু বলে না। প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয়ের নাজুক অবস্থা। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে গ্রামের মাদরাসায় ভর্তি হয়ে গেছে। সংশ্লিষ্টরা যদি নজর না দেন অচিরেই শিক্ষার্থী শূন্য হবে বিদ্যালয়টি।

এদিকে, অভিযোগের বিষয় জানতে প্রধান শিক্ষক সেলিম হোসাইনের মোবাইলফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। এছাড়া সোমবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন