ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কর্মসূচির উদ্বোধন

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কর্মসূচির উদ্বোধন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্মার্ট বাংলাদেশ বির্নিমানে ঝালকাঠিতে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। 

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বিআরটি এ কর্তৃপক্ষ। ঝালকাঠিতে এক দিনে ১৫৪ জনের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। এর মধ্য থেকে উত্তীর্ণরা একদিনেই ড্রাইভিং লাইসেন্স পাবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লতিফা জান্নাতী, বিআরটিএ’র সহকারি পরিচালক মো. মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্ত¡রে র‌্যালি অনুষ্ঠিত হয়। 

বক্তারা বলেন,‘ অদক্ষ্য চালকের কারনে সড়কে দুর্ঘটনা বেশি হচ্ছে। নিরাপদ সড়ক বাস্তবায়নে দক্ষ চালকের প্রয়োজন রয়েছে। তাই ড্রইভিং লাইসেন্স প্রদানের সময় সকলকে সর্তকের সঙ্গে কাজ করতে  হবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন