ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

রাজাপুরে নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস

রাজাপুরে নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুরে গভীর নলকূপ বসাতে গিয়ে গ্যাসের সন্ধান পেয়েছেন শ্রমিকরা। নলকূপ বসানোর সময় নয়শত ষাট ফুট নিচের পাইপ দিয়ে অনবরত এ গ্যাস বের হয়। 

রবিবার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামে পল্লী বিদ্যুতের পাওয়ার স্টেশন সংলগ্ন মো. মোফাজ্জেল হাওলাদারের নির্মানাধীন বাড়িতে এ গ্যাসের সন্ধান পাওয়া যায়। বিষয়টি মুহুর্তের মধ্যে ওই এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অনবরত গ্যাস বের হওয়ায় সেখানের সকল কাজ বন্ধ করে দেন ও লোকজন ধুরে সরে থাকার নির্দেশ দেন। 

বাড়ির মালিক মো. মোফাজ্জেল হাওলাদার বলেন, নলকূপে বসানোর এক পর্যায়ে নয়শত ষাট ফুট মাটির নিচে পাইপ যাওয়ার পর সেখান থেকে প্রায় ৪ ঘন্টা যাবৎ অনবরত প্রাকৃতিক গ্যাস বের হয়।    

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আনিসুর রহমান জানান, ঘটনাস্থল পরির্দশন করে সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। কেহ যেন ওই স্থানে আগুন না জ¦ালায়। পাইপের বন্ডিং সঠিকভাবে না হলে মাঝে মাঝে এ রকম ঘটনা বিভিন্ন স্থানে ঘটে এবং এটি প্রাকৃতিক গ্যাস। তাই প্রাকৃতিক গ্যাস বের হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে গিয়ে সকল কাজ বন্ধ করা হয়েছে এবং এর আশেপাশে আগুন জাতীয় কিছু না নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  এছাড়া আপাতত তাদের ওখানে কিছু করনীয় নেই বলে জানান।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন