ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

গাঁজাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক গ্রেফতার

গাঁজাসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক গ্রেফতার
গাঁজাসহ গ্রেফতার হন অ্যাম্বুলেন্সচালক রোমেন হাওলাদার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গাঁজাসহ ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক রোমেন হাওলাদারকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে অ্যাম্বুলেন্স গ্যারেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রোমেন বরিশাল সদর উপজেলার মহম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্সচালক হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ি রাখার গ্যারেজের ভেতর মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় রোমেন হাওলাদারকে তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান  বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন