ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা, আটক দুই

নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরির চেষ্টা, আটক দুই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির নলছিটিতে গ্রিল কেটে ব্যাংকে চুরি করার চেষ্টার সময় দুজনকে আটক করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকার ইসলামি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় তাদের আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

 
আটক মো. ইউসুব (৪৮) মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার দুলিয়াতা এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে  ও মোহান্মাদ আলী (৫০) নারায়ণগঞ্জ জেলার মাধবপাশা এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দপদপিয়ার জিরোপয়েন্ট এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় বাথরুমের গ্রিল কেটে প্রবেশ করার চেষ্টা করে। এসময় ব্যাংকিং শাখার মালিক মো. সহিদ খান সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পেয়ে তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।  

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান বলেন, দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নিব। আমাদের অভিযান চলছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন