ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

ঝালকাঠিতে নদীতে ডুবে যুবকের মৃত্যু 

ঝালকাঠিতে নদীতে ডুবে যুবকের মৃত্যু 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুরে শাওন হাওলাদার নামে এক যুবক নদীতে ডুবে মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের চর ইন্দ্রপাশা গ্রামের গুচ্ছগ্রাম এলাকার ধানসিড়ি নদীতে এ ঘটনা ঘটে। শাওন ওই এলাকার আলতাফ হাওলাদারের ছেলে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কয়েক জন যুবকের সঙ্গে আজ সকাল সাড়ে ৬টার দিকে ধানসিঁড়ি নদীতে ঈদের নামাজে যাওয়ার জন্য গোসল করতে নামেন শাওন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সঙ্গে থাকা  লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে এক ঘন্টা পর তাঁর মরদেহ উদ্ধার করে। 


শাওনের বাবা আলতাফ হাওলাদার বলেন, ‘আমার ছেলে শাওন মৃগী রোগে আক্রান্ত ছিল। এ কারণে প্রায়ই সে অসুস্থ হয়ে পড়ত। আজ সকালে পানিতে নামার পর মৃগী রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।’ 

এ নিয়ে জানতে চাইলে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়নাতন্ত ছাড়াই মরদেহটি পরিবারর কাছে হস্তান্তর করা হয়েছে।’


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন