ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

মে দিবসে ঝালকাঠিতে শ্রমিক দলের সমাবেশ

মে দিবসে ঝালকাঠিতে শ্রমিক দলের সমাবেশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মহান মে দিবস উপলক্ষে ঝালকাঠিতে মিছিল ও সমাবেশ করেছে জেলা শ্রমিক দল। আজ সোমবার সকালে শহরের আমতলা সড়কের দলীয় কাযলয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। 


এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম নান্নু। জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। 

অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সসদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ও জেলা শ্রেমিক দলের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ। সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার সরকার ছিনিয়ে নিয়েছে দাবি করে আগামী দিনে এক দফা আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যা করতে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি দেন। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন বক্তারা। 
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন