ঢাকা রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

Motobad news

ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যুর দু‘দিন পর ঝাঁপ দিয়ে নিখোঁজ দাদী

ঝালকাঠিতে পানিতে ডুবে শিশুর মৃত্যুর দু‘দিন পর ঝাঁপ দিয়ে নিখোঁজ দাদী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির কাঁঠালিয়ায় শিশু দেবরাজ (১১) খালের পানিতে ডুবে মৃত্যুর ঘটনার দুইদিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন দাদি পুস্প রানী (৬০)। আদরের নাতী হারানোর শোক সইতে না পেরে গত সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনের খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। 

নিখোঁজের পর রাতভর তাঁর স্বজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুজি করে ব্যার্থ হয়। পরে গতকাল মঙ্গলবার সকাল থেকে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ইউনিট ও বরিশালের ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করছেন। নিখোঁজ পুস্প রানী উপজেলার সাতানী বাজার সংলগ্ন পশ্চিম ছিটকী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য পরিতোষ মিস্ত্রীর স্ত্রী। 

পরিতোষ মিস্ত্রী জানান, গত শুক্রবার দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পরিতোষ মিস্ত্রীর চতুর্থ শ্রেণিতে পড়–য়া নাতি দেবরাজ। একদিন পর শনিবার খাল থেকে দেবরাজের মরদেহ এলাকাবাসীর সহয়তায় উদ্ধার করে স্বজনরা। এ ঘটনার পর থেকে নাতি হারানোর শোকে মানষিকভাবে ভেঙে পড়েন সে। গত সোমবার রাত ১০টার দিকে দেবরাজের দাদী পুস্প রানী খালের একই স্থান থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসেরকর্মীরা ও এলাকার শতশত মানুষ তাকে উদ্ধারের জন্য  চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। 

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের সেটশন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে আমরা রাতেই ঘটনা স্থলে পৌঁছাই। তবে কেউ নির্দিষ্টভাবে বলতে পারছে না কোন যায়গা থেকে ডুবে গেছে। তার পরেও আমরা ও বরিশালের ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করছি এবং আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। 
 


আরজেএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন