কাঁঠালিয়ায় খালের পানিতে ডুবে মৃত্যু নাতির পর দাদীর লাশ উদ্ধার


ঝালকাঠির কাঁঠালিয়ায় শিশু দেবরাজ (১১) খালের পানিতে ডুবে মৃত্যুর ঘটনার দুইদিন পর একই স্থানে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়া দাদী পুস্প রানীর (৬০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার সকালে পশ্চিম ছিটকি এলাকার খালে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্বজনরা জানায়, আদরের নাতি হারানোর শোক সইতে না পেরে গত সোমবার রাত ১০টার দিকে বাড়ির সামনের খালের পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় পুস্প রানী। নিখোঁজের পর মঙ্গলবার সকাল থেকে কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ইউনিট ও বরিশালের ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করে।
পরে বুধবার সকালে খালে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিখোঁজ পুস্প রানী উপজেলার সাতানী বাজার সংলগ্ন পশ্চিম ছিটকী গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য পরিতোষ মিস্ত্রীর স্ত্রী।
পরিতোষ মিস্ত্রী জানান, গত শুক্রবার দুপুরে বাড়ির সামনের খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পরিতোষ মিস্ত্রীর চতুর্থ শ্রেণিতে পড়ুয়া নাতি দেবরাজ। একদিন পর শনিবার খাল থেকে দেবরাজের মরদেহ এলাকাবাসীর সহয়তায় উদ্ধার করে স্বজনরা। এ ঘটনার পর থেকে নাতি হারানোর শোকে মানষিকভাবে ভেঙে পড়েন দাদী। সোমবার রাত ১০টার দিকে দেবরাজের দাদী পুস্প রানী খালের একই স্থান থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে দাদী ও নাতির মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
এইচকেআর
