নলছিটিতে পুলিশের ঘরে ডাকাতির ঘটনায় যুবক আটক

ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপপরিদর্শকের বাড়িতে ডাকাতির ঘটনায় সোহেল রানা (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার দপদপিয়া গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক হওয়া সোহেল রানা দপদপিয়া গ্রামের নূর হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, নলছিটি থানার উপপরিদর্শক মিজানুর রহমান ও তাঁর ছোট ভাই ঢাকায় কর্মরত সহকারী উপপরিদর্শক আল মামুন সম্প্রতি বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়া ইউনিয়নের তূর্য্য ফিলিং স্টেশনের পাশে বাড়ি করেন।
গত ২২ সেপ্টেম্বর তাদের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের জন্য চলে যায়। নতুন বাসায় তাদের দুই ভাইয়ের ছেলে, মেয়েরা ছিল।
গভীর রাতে আট-নয় জনের একদল ডাকাত বারান্দা থেকে দ্বিতীয় তলার বেলকনি দিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। এসময় তাদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় সন্দেহজনক হিসেবে সোহেল রানাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান জানান, পুলিশের বাড়িতে ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে। ওই মামলায় সন্দেহভাজনদের আটক করা হয়। ইতোমধ্যে সোহেল রানাসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এইচকেআর