বাকেরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বাকেরগঞ্জে সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণ করার লক্ষ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাসরিন জাহান রতনা ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু মনোনয়ন পত্র দাখিল করেছেন। উৎসব মুখর পরিবেশে আ’লীগ, বিএনপি তৃনমূল, জাপাসহ বিভিন্ন দলের প্রার্থীগণ শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থী শামসুল আলম চুন্নু উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও দুপুর ২ টায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাসরিন জাহান রত্না উপজেলার জাতীয় পার্টির নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও ২৯ নভেম্বর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হাফিজ মল্লিক মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যান্য দল থেকে বাংলাদেশ কংগ্রেস পার্টি মাইনুল ইসলাম, জাকের পার্টি হুমায়ুন কবির সিকদার, স্বতন্ত্র জাকির খান সাগর, তৃণমূল বিএনপির জহিরুল হক তুহিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এইচকেআর