বরিশাল জিলা স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

প্রায় দু’শত বছরের প্রাচীন ও দেশের ঐতিয্যবাহী বিদ্যাপীঠ ‘বরিশাল জিলা স্কুলের প্রাক্তন ছাত্র-প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। শুক্রবার রাতে কুর্মিটোলা গল্ফ ক্লাবে এক সভার মাধ্যমে এই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে।
১৯৫০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এসএসসি উত্তীর্ণ ৭৪ ব্যাচের ছাত্র প্রতিনিধিবৃন্দ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরস্পর প্রাণবন্ত আলোচনা ও মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জিলা স্কুল থেকে ১৯৫০ সালে এসএসসি উত্তীর্ণ প্রাক্তন ছাত্র সাহাবুদ্দিন আহমদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯৯১ সালে এসএসসি উত্তীর্ণ প্রাক্তন ছাত্র দিপু হাফিজুর রহমান। কণ্ঠভোটে ক্যাপ্টেন (অব:) মমতাজ উদ্দিন আহমদকে আহ্বায়ক এবং প্রস্তাবিত আহ্বায়ক কমিটিকে সর্বসম্মতিতে অনুমোদন করে।
এই আহ্বায়ক কমিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জন্য খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করে যথাশীঘ্রসম্ভব একটি সাধারণ সভা আয়োজন করে খসড়া সংবিধানটি অনুমোদন এবং একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করবে।
এইচকেআর