ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • উজিরপুরে জমি বিরোধে হামলায় ৪ বছরের শিশুসহ আহত ৩

    উজিরপুরে জমি বিরোধে হামলায় ৪ বছরের শিশুসহ আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ৪ বছরের শিশুসহ ৩ জন গুরুতর আহত হয়েছে। আহত এক নারী উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগ ও আহত সুত্রে জানা যায়, উপজেলার পশ্চিম সাতলা ২নম্বর ওয়ার্ডের শাহআলম বেপারীর সাথে তৈয়ব আলি হাওলাদার গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

    এরই প্রেক্ষিতে গত ২৯ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টায় পশ্চিম সাতলা গ্রামের তৈয়ব আলি হাওলাদার, দুলাল হাওলাদার,হাসান হাওলাদার,শাহিনুর বেগম, কহিনুর বেগম, কমলা বেগম, জুয়েল হাওলাদার মিলে একই গ্রামের শাহআলম বেপারীর বসতঘরের সামনে চলাচলের একমাত্র সাকো ভেঙে ফেলেছে। 

    এর প্রতিবাদ করায় শাহআলম বেপারীর স্ত্রী ছকিনা বেগম (৪৫), মেয়ে মল্লিকা পারভীন (২৩) এর উপর অতর্কিত হামলা চালায়। এমনকি ৪ বছরের অবুঝ শিশু হাফসাও হামলা থেকে রেহাই পায়নি। 

    ওই শিশুকে আছার মেরে মাটিতে ফেলে দেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। 

    হামলার ঘটনায় আহত মল্লিকা পারভীন বাদী হয়ে ঘটনার দিন উজিরপুর মডেল থানায় উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। 

    আহত ছকিনা বেগম জানান, থানায় অভিযোগ দেওয়ার পরেও হত্যা মামলার আসামি দুলাল হাওলাদারসহ ওই ভূমিদস্যু সন্ত্রাসীরা আমার শেষ সম্বল ভিটেমাটি দখল করার জন্য অবুঝ শিশুসহ আমাদের স্ব-পরিবারকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে নগদ অর্থ স্বর্ণালংকারসহ ২ ল‍াখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। 

    এছাড়া হামলার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য শাহিনুর বেগম মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল,আজকে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। 

    ছকিনা বেগম আরো বলেন, আমার উপর হামলা চালিয়ে হাত ভেঙে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও আমার মেয়েকেও মারধর করে এবং অবুঝ শিশু নাতনিকে আছার মেরে মাটিতে ফেলে দেয়। এরপরেও ক্ষ্যন্ত হয়নি ওই সন্ত্রাসীরা। 

    আমাদের স্ব-পরিবারকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় দুলাল হাওলাদার। অভিযুক্ত শাহিনুর বেগমকে হাসপাতালে না পাওয়ায় যোগাযোগ করা সম্ভব হয়নি। 

    উজিরপুর মডেল থানার এএসআই সুমন জানান, গত ১৫ ডিসেম্বর জমিজমা নিয়ে একটি অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে বরিশাল আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।  

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জাফর আহম্মেদ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে ওই হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন আহতর পরিবার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ