আগৈলঝাড়ায় বই বিতরণ করেন আবুল হাসানাত আবদুল্লাহ

বরিশালের আগৈলঝাড়ায় সরকারের দেওয়া বিনামুল্যের বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ উৎসব পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বই উৎসবে বিনামুল্যের বই বিতরণ করছেন আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারন সম্পাদক আবু সালেহ মো.লিটন ও প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ প্রমুখ। এছাড়াও সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যের বই বিতরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া তানজিন, উপজেলা সহকারী শিক্ষা আ.মান্নান, সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানসহ প্রমুখ।
এছাড়াও উপজেলার ১৩৪টি প্রাথমিক ও ৪৪টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হয়েছে।
উল্লেখ্য উপজেলার ৫টি ইউনিয়নে ১লাখ ৩০হাজার পিচ নতুন বই ২৮ হাজার ৫শত জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।
এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসাসহ ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ১৩ হাজার শিক্ষার্থীর জন্য ১লাখ ৫৫হাজার পিচ বই এবং প্রাথমিক পর্যায়ে ১৩৪টি বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীদের মাঝে ৭৫হাজার নতুন বই বিতরণ করা হয়েছে।
এইচকেআর