বঙ্গবন্ধুর সমাধিতে শিক্ষাবোর্ড চেয়ারম্যানের পুস্পার্ঘ্য অর্পণ

বরিশাল শিক্ষাবোর্ডের নব নির্বাচিত চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ এবং কবর জিয়ারত করা হয়েছে। রোববার টুঙ্গিপাড়ায় বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে এ পুস্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো: বাহারুল আলম, কর্মচারী সংঘ এর সভাপতি আবু জাফর সিকদার, সাধারন সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ। বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী এসময় শোক বইতে সাক্ষর ও পরিদর্শন করেন।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকীকে রাস্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয় এ দায়িত্ব প্রদান করা হয়।
এইচকেআর