ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • কোতোয়ালি মডেল থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করলেন বিএমপি কমিশনার

    কোতোয়ালি মডেল থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টার পরিদর্শন করলেন বিএমপি কমিশনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোতোয়ালি মডেল থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবা প্রদানের বাস্তবিক চিত্র ও সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য গতকাল সোমবার রাত ৮ টায় আকস্মিক পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির। 

    এ সময় তিনি থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টারের  বিভিন্ন কার্যক্রম, কার্য পরিবেশ, থানার ডরমেটরি, হাজতখানা ও মালখানা সহ সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করে এ সংক্রান্তে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

    এছাড়া  মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, কিশাের অপরাধ, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যু সহ থানার সার্বিক কার্যক্রমের বিষয়ে  সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। পরে পরিদর্শন বইতে নোট করেন বিএমপি কমিশনার।  

    এসময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মাে. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার ) প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি মডেল থানা ও ভিকটিভ সাপোর্ট সেন্টার সীমা খানম, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ  এটিএম আরিচুল হক সহ থানা ও ভিকটিম সাপোর্ট সেন্টারের অন্যান্য অফিসারবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ