বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ: জাহিদ ফারুক শামীম

বরিশাল-৫ সদর আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেছেন, ৭ জানুয়ারীর আর তিন চার দিন বাকি আছে। এ কয়টা দিন পরই নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বাংলাদেশ আগে গরীব দেশ ছিলো। এখন উন্নয়নশীল দেশ। এখানে নিজেদের টাকায় পদ্মা সেতু হয়েছে। উন্নয়নশীল দেশ হওয়াতেই এটা সম্ভব হয়েছে।
২৮ হাজার কোটি টাকা এ সেতু নির্মাণে ব্যায় হয়েছে। বিদেশি কোন সাহায্য নেয়া হয়নি। নিজেদের ট্যাক্সেই নির্মাণ হয়েছে এই সেতু। পদ্মা সেতু করার কারনে বিদেশে আমাদের ভাবমূর্তী অনেক বেড়েছে। বাংলাদেশ অনেক দেশের চেয়ে উন্নত হয়েছে।
অনেক দেশের প্রধানরা জানতে চেয়েছেন বাংলাদেশ কিভাবে এতো সয়ংসম্পূর্ন হলো। প্রধানমন্ত্রী বলেছেন আমার দেশের জনগনের দুটি হাতের পরিশ্রম এই উন্নতী করিয়েছে।
বুধবার বরিশাল সদর উপজেলার চরকাউয়ায় নৌকা মার্কার সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার আগে বরিশাল সদর আসনে তেমন কোন উন্নয়ন হয়নি। গত ৫ বছরে অসংখ্য উন্নয়ন কাজ করেছি। চরকাউয়ায় বহু রাস্তা করেছি। ব্রিজ করেছি। নলচরে বিদ্যুৎ নিয়েছি। চরবাড়িয়া এলাকায় স্থায়ী বাঁধ দিয়েছি। সেখানে এখন পর্যটকরা যাচ্ছে। একই প্রকল্প চরকাউয়া, লামচরি ও জাগুয়ায় করা হবে। চরকাউয়া, সদর উপজেলার আরো উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিয়ে জয়লাভ করাতে হবে।
এর আগে আজ সকাল সাড়ে ৯ টায় বরিশাল জেলা আইনজীবী সমিতিতে দুপুর ১২ টায় চাঁদমারী এলাকায় গণসংযোগ করেন নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম।
এছাড়া সন্ধ্যা ৬ টায় বরিশাল নগরীর কাশিপুর বাজারে ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং রাত ৮ টায় সদর রোডস্থ নৌকা মার্কার নির্বাচনী প্রধান কার্যালয়ে হকার্সলীগ মহানগর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন, নৌকা মার্কার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কেবিএস আহমেদ কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট আনিচ উদ্দিন সহিদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম, শ্রমীক লীগের জেলা সভাপতি শাহজাহান হাওলাদার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর