বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর

বরিশাল-৫ (সদর) আসনের জাগুয়ার ইউনিয়নে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
রিপনের সমর্থকদের দাবি বুধবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাগুয়া ইউনিয়নের চন্ডিপুর এলাকার মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এ নির্বাচনী কার্যালয়টিতে ভাঙচুর চালায় নৌকার সমর্থকরা।
তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন রিপনের কর্মীরা জানান, হঠাৎ করে বাঁশ, লাঠিসোঁটা নিয়ে আকস্মিক হামলা চালিয়ে অফিসের টেবিল-চেয়ার ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রার্থীর ব্যানার পোস্টার ছিড়ে ফেলা হয়। হামলাকারীদের মধ্যে জামাল সরদার, কবিরসহ স্থানীয় ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী ছিলেন।
বিষয়টি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশাসনকে জানানো হয়েছে উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন বলেন, যেখানে প্রকাশ্য জনসভায় একজন প্রার্থী বলে একজনকে মারলে ১০ জনকে মারবা সেখানে তার অতিউৎসাহী কর্মীরা এমনটা করবে এটাই স্বাভাবিক। হামলার ভয়ে আমি নির্বাচনের মাঠ ছাড়বো না।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সানোয়ারসহ পুলিশ সদস্যরা।
এইচকেআর