জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্রিফিং প্যারেড

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বিকেল ৪ টায় বরিশাল নগরীর রূপাতলী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে নির্বাচন ডিউটিতে মনোনীত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন বিএমপি কমিশনার জিহাদুল কবির।
এ সময় তিনি নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে বিএমপি কমিশনার জিহাদুল কবির বলেন, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হাসান শওকত আলী, উপ-পুলিশ কমিশনার নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার জাকির হােসেন মজুমদার সহ বিএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এইচকেআর