বরিশালে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে কেন্দ্রগুলোতে একযোগে শুরু হয় ভোটগ্রহণ। এ কার্যক্রম একটানা চলবে আজ রোববার বিকেল চারটা পর্যন্ত। তবে এই সময়ের পরও কেন্দ্রের মধ্যে কোনো ভোটার থাকলে তিনি ভোট দিতে পারবেন।
ভোট শুরুর পর শীতের কারণে সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর কিছুটা বেড়েছে। তবে তা আশানুরূপ নয়। দুপুরের পর ভোটার বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নগরীতে যানবাহন চলাচলও বেশ সীমিত। রাস্তাঘাটেও তেমন লোকজন নেই।
এদিকে ভোটকেন্দ্রগুলোর ভেতরে ও বাইরে সকাল থেকেই দেখা গেছে কড়া নিরাপত্তা। র্যাব, পুলিশ, ও বিজিবিসহ সব বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তাদের টহলের পাশাপাশি চলছে গোয়েন্দা নজরদারি।
বরিশাল নগরীর বটতলা নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। বরিশাল জিলা স্কুল, বটতলা নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রূপাতলী এ ওয়াহেদ মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসহ বিভিন্ন কেন্দ্রে নৌকা মার্কার সমর্থকদেরই বেশি দেখা গেছে। এর মধ্যে নব আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও বরিশাল ল’ কলেজসহ বেশ কয়েকটি কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।
এছাড়া ভোট নিয়েও দেখা গেছে অনেকের মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, ভোটের পরিবেশ সুষ্ঠু থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে না। তাই ভোটকেন্দ্রগুলো আগের মতো উৎসবমুখর নেই। যদিও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।
এইচকেআর