বি.সি.সি. প্রিন্সিপাল কাপের শুভ উদ্বোধন করেন লে. কর্ণেল রাইহান আহমেদ

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা, উপজেলা থেকে ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত বি.সি.সি. প্রিন্সিপাল কাপ-২০২৪ ক্রিকেট টূর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্ণেল রাইহান আহমেদ ফিতা কেটে ও ব্যাটিং করে টূর্ণামেন্ট'র উদ্বোধন করেন।
শুক্রবার বিকেলে বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাসের শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের আগে অধ্যক্ষ লে. কর্ণেল রাইহান আহমেদ তার বক্তব্যে বলেন, খেলাধূলা শারিরীক ও মানুষিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। স্মার্টফোনে আসক্ত না হয়ে যুবকদের মাঠে ফিরে আসতে হবে।
এ অঞ্চলের যুবকদের অনুপ্রেরণা যোগাতেই এই টূর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এধরণের টূর্ণামেন্টের আয়োজন অব্যহত থাকবে'।
উদ্বোধনী ম্যাচে প্রতিদন্দ্বীতা করে ক্যাডেট কলেজ ক্যাম্পাস বনাম রুহান একাদশ। অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বরিশাল ক্যাডেট কলেজ'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, ক্যাডেট কলেজ অধ্যক্ষ এধরণের আয়োজন করায় প্রসংশিত হয়েছেন। তিনি শুধু ক্যাডেটদের নিয়ে ভাবেন না, আমাদের যুবসমাজ নিয়েও ভাবেন বলেই এই ধরনের উন্মুক্ত টূর্ণামেন্টের আয়োজন করেছেন।
এইচকেআর