ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

বরিশালে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরিশালে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৫ শতাধিক উপকারভোগীর মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে প্রশাসন। রবিবার বিকেলে সদর উপজেলার গিলাতলী আশ্রয়ণ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। 

জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আবদুল মতিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও চেয়ারম্যান চরবাড়িয়া ইউনিয়ন মাহাতাব উদ্দিন সুরুজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা গিলাতলী সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৫ শতাধিক সুবিধাভোগীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন