ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

Motobad news

আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী মারবেল মেলা 

আগৈলঝাড়ায় ঐতিহ্যবাহী মারবেল মেলা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগৈলঝাড়ায় গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসেবে ২শত ৪৪ বছরের প্রাচীণ মারবেল খেলার মেলা  সোমবার উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে প্রতিবছর পৌষ সংক্রান্তিতে  প্রতিবছরে ন্যায় এ বছরও মেলা অনুষ্ঠিত হয়েছে। 

মেলায় উপজেলা পার্শ্ববর্তী কোটালীপাড়া, উজিরপুর, ডাসার, মাদারীপুর, কালকিনি, গৌরনদী, বানারীপাড়া, বাকেরগঞ্জসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত বিভিন্ন বয়সের হাজারো নারী-পুরুষ অংশগ্রহণ করেছে। 

মেলা কমিটির সভাপতি রামকৃষ্ণ হালদার জানান, রামানন্দের আঁক গ্রামে ২শত ৪৪ বছর পূর্বে মা সোনাই চাঁদ আউলিয়ার ৬ বছর বয়সে বিয়ে হয়। ৭বছর বয়সে স্বামী মারা গেলে নি:সন্তান অবস্থায় শ্বশুরবাড়িতে একটি নিমগাছের গোড়ায় শিবের আরাধনা ও পূজা-অর্চনা শুরু করে। 

ক্রমশ তাঁর অলৌকিত্ব ছড়িয়ে পরলে ওই স্থানে বাৎসরিক পূজার আয়োজন করা হয়। মা সোনাই চাঁদ আউলিয়ার জীবদ্দশায় আনুমানিক ১৭৮০ইং সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রতিবছর পৌষ সংক্রান্তির এই দিনটি উপলক্ষে বৈষ্ণব সেবা, নাম সংকীর্ত্তন, কবিগান শেষে সোয়ামণ (৫০কেজি) চালের গুড়ার সাথে সোয়ামণ আঁখের গুড়, ৫০ জোড়া নারকেল ও প্রয়োজনীয় কলাসহ অন্যান্য উপাদান মিশিয়ে নবান্ন তৈরী করে মেলায় আগত দর্শণার্থীদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। 

হিন্দু সম্প্রদায়ের অন্যতম আকষর্ন পৌষ সংক্রান্তিতে বাস্তুপূজা উপলক্ষে ২শত ৪৪ বছর যাবত এ গ্রামে মারবেল খেলার মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। স্থানীয় মাখনী রানী বিশ্বাস(৮৪) কোটালীপাড়া উপজেলা থেকে অগত সাধন মজুমদার(৫৫) জানান, আমাদের পূর্বপুরুষরা এ খেলার মাধ্যমে মেলার প্রচলন করেছিল। যা আজও অব্যাহত আছে। 

 এবছর প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে মারবেল খেলা চলছে। রাস্তার ওপর, বাড়ির আঙ্গিনা, অনাবাদী জমি, বাগানসহ সর্বত্রই মারবেল খেলার আসর বসেছে। 
এছাড়াও মারবেল খেলাকে ঘীরে রামানন্দের আকঁ মাধ্যমিক বিদ্যালয় মাঠে বসেছে বাঁশ-বেত শিল্প সামগ্রী, মনিহারী, খেলনা, মিষ্টি, ফলসহ বিভিন্ন ধরনের দোকান। 

যশোর থেকে আগত এসএসসি পরীক্ষার্থী সৌমিতা ঘোষ মৌ ও স্থানীয় ৫ শ্রেণীর ছাত্র সুমন দাস জানায়, আমরা মারবেল খেলার জন্য এই দিনটির অপেক্ষায় থাকি। আজ শীতের মাঝে মারবেল খেলতে পেরে খুব মজা পাইতেছি। সারা বছর টাকা জমিয়েছি মারবেল খেলার জন্য অপেক্ষায় থাকি। 

এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, এই মারবেল খেলাকে নিয়ে অনুষ্ঠিত মেলায় আগত খেলা প্রেমীদের নিরাপত্তার ও আইন শৃংখলা রক্ষার জন্য পুলিশ টহল রাখা হয়েছে। মারবেল খেলার মেলার জন্য পূর্ব থেকেই ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন