আগৈলঝাড়ায় চিংড়ি মাছে জেলি, ব্যবসায়ীকে জরিমানা

বরিশালের আগৈলঝাড়ায় নিষিদ্ধ জেলি মিশ্রিত গলদা চিংড়ি বিক্রি করায় এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তার কাছে থাকা সাড়ে ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারি) রাতে আগৈলঝাড়া উপজেলা সদরের মাছ বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযানে উপজেলার নগরবাড়ি গ্রামের চান্দু ফকিরের ছেলে মাছ ব্যবসায়ী সোহেল ফকিরকে আটক করা হয়।
পরে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও ভূমি অফিসের নাজির সোহেল আমিন প্রমুখ।
এইচকেআর