ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

Motobad news

হিজলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাংসদ পংকজ নাথ

হিজলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাংসদ পংকজ নাথ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে কাউরিয়া স্কুল এন্ড কলেজ মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। হিজলা মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানার বিভিন্ন এলাকায় ১০ হাজার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেছেন পঙ্কজ নাথ এমপি। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,  ইউপি  চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন হাওলাদার, জেলা আওয়ামী লীগের সদস্য শাহজাহান তালুকদার, ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মেমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুর রহমান, সিকদার প্রমুখ। 

কম্বল বিতরণকালে পঙ্কজ নাথ বলেন,  প্রধানমন্ত্রীর ক্ষুদ্র কর্মী হিসেবে তার দেয়া কম্বল আপনাদের কাছে নিয়ে এসেছি। তিনি বলেন কোন সন্ত্রাস ও চাঁদাবাজের হাতে আওয়ামী লীগ থাকতে পারে না।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন