ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

Motobad news

আজ বরিশালে ফিরছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

আজ বরিশালে ফিরছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


টানা দ্বিতীয় বারের মতো পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বরিশাল সদর আসনে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের ৭ দিন পর প্রথম নির্বাচনী এলাকা বরিশাল নগরে ফিরছেন তিনি। এজন্য তাকে দেয়া হবে বর্ণাঢ্য সংবর্ধনা।
আর তাই প্রতিমন্ত্রীকে বরণে সকল আয়োজন সম্পন্ন করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগের একাংশ। তাকে শুভেচ্ছা জানিয়ে নগরজুড়ে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোড়ন। প্রতিমন্ত্রীর ছবি সম্বলিত ব্যানার-বিলবোর্ডের মাধ্যমে বরিশালবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর অনুসারীরা।


বিকেল ৩টায় নগরীর সদর রোডে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গণসংবর্ধনা জানাতে ২০-২৫ জাহার মানুষের জমায়েত ঘটবে বলে আশাবাদী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান।
তিনি জানান, ‘জাহিদ ফারুক শামীম বরিশাল সদর আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি জনগণের রায়ে আবারও তিনি এমপি হয়েছেন। যার পুরস্কার সরুপ জননেত্রী শেখ হাসিনা তাকে পুনরায় মন্ত্রীসভায় স্থান দিয়েছেন। তিনি বরিশালে আসছেন, সে হিসেবে বরিশালবাসীর প্রস্তুতি ব্যাপক। তাঁর আগমণ ঘিরে সব জায়গায় এখন সাজসাজ রব। তিনি শহীদ মিনারে এসে অবস্থান নিবেন এবং জনগণ তাঁকে সেখানে সংবর্ধনা দিবেন।


সরেজমিনে দেখা গেছে, ‘নগরীর বিবি পুকুর বাড় থেকে শুরু করে সদর রোড, বান্দ রোড, পুলিশ লাইন রোড, সিএন্ডবি সড়ক, বটতলা সড়ক, গড়িয়ারপাড় থেকে নথুল্লাবাদ পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের ওপর নির্মাণ করা হয়েছে অসংখ্য তোড়ন। নৌকা প্রতীকের আদলে নির্মিত এসব তোড়নে প্রতিমন্ত্রীর বরিশাল আগমণ ঘিরে শুভেচ্ছা জানানো হয়েছে।
তোড়নগুলোতে শোভা পেয়েছে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ছবিসহ নেতৃবৃন্দের ছবি। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে নির্মাণ করা হয়েছে অস্থায়ী মঞ্চ।


মহানগর যুবলীগের যুগ্ম আহŸায়ক মাহামুদুল হক খান মামুন বলেন, ‘বরিশালের আপামর জনগণ শামীম ভাইকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং তিনি একই মন্ত্রণালয়ে দ্বিতীয় বারের মতো মন্ত্রীত্বের দায়িত্ব পেয়েছেন। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। সে হিসেবে আমরা বরিশালবাসী খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা, তিনি বরিশালের উন্নয়নের জন্য জাহিদ ফারুক শামীম ভাইকে পুনরায় মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।
বরিশালবাসী উৎফুল্লা যে, বরিশাল সদরে আমরা একজন মন্ত্রী পেয়েছি। এজন্য মহানগর, বিভিন্ন ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নে আমাদের সাধারণ কর্মীরা যারা নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেছেন তাঁরা সবাই আসবেন, তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে সতস্ফুর্তভাবে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা এবং সংবর্ধনা জানাবেন।


অপরদিকে, বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লস্কর নুরুল হক বলেন, ‘জাহিদ ফারুক শামীম গত পাঁচ বছর বরিশাল সদর আসনের সংসদ সদস্য ছিলেন। পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে তিনি সারাদেশে দায়িত্ব পালন করেছেন। সারাদেশের আমাদের যাঁরা সংসদ সদস্য আছেন যাঁদের মধ্যে অনেকে নামে বিভিন্ন বদনাম আমরা পত্রিকার মাধ্যমে শুনেছি।


কিন্তু জাহিদ ফারুক এমন একজন ব্যক্তি যাঁকে কোন অন্যায় স্পর্শ করেনি। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে মনোনয়ন দিয়েছেন। তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেছেন। এরপর তিনি বৃহস্পতিবার প্রথম বরিশালে আসছেন। এ কারণে তাঁকে যাঁরা ভোট দিয়েছেন, যাঁরা নৌকার পক্ষে কাজ করেছেন তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিমন্ত্রীকে সংবর্ধনা জানাতে প্রস্তুতি নিয়েছে। এ অনুষ্ঠানে সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত উপস্থিত থাকবেন।


জানা গেছে, ‘১৮ জানুয়ারি বেলা ১১টায় ঢাকা থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করবেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। দুপুর ১টার দিকে বরিশালে পৌঁছালে নগরীর গড়িয়ারপাড় এলাকায় তাঁকে ফুল দিয়ে বরণ করে নিবেন নেতাকর্মীরা। পরে বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বরিশাল সদরের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন জাহিদ ফারুক শামীম।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন