বামরাইল ইউনিয়ন আ'লীগের সাবেক সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারের পরলোকগমনে বরিশাল জেলা আ'লীগের শোক

উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু গৌরাঙ্গ লাল কর্মকার এর পরলোকগমনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (১৯ জানুয়ারি ) বিকেলে এক শোক বিবৃতিতে গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচূক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন,আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এইচকেআর