বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন হাফিজ মল্লিক

গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বরিশাল-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ মল্লিক।
শুক্রবার সকাল ৮টার দিকে তিনি ১৪টি ইউনিয়ন থেকে ছয় শতাধিক নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পৌঁছে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত ও ফাতেহা পাঠ করেন।
এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি জাতির সুখ শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
তিনি বলেন প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে আমাকে মনোনীত করেছেন এবং বাকেরগঞ্জের জনগণ বিপুল ভোটের মাধ্যমে বিজয় করেছেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি বাকেরগঞ্জবাসীর জন্য দোয়া কামনা করেছেন নবনির্বাচিত সাংসদ আব্দুল হাফিজ মল্লিক।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ, ড. মোয়াজ্জেম হোসেন, আমিনুল মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন মাঝি, সাবেক ইউপি চেয়ারম্যান এ এস এম জুলফিকার হায়দার, অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন কামরুল ইসলাম, পাদ্রি শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুজ্জামান খোকন,বঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান বশির উদ্দিন শিকদার, কাউন্সিলর সেলিম রেজা, সাবেক কাউন্সিলর শাহনাজ পারভীন রানী, মাজহারুল ইসলাম মনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকরকুণ্ডসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর