ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

Motobad news

সংরক্ষিত সংসদ সদস্যের আলোচনায় বরিশালের লুনা-শাম্মীসহ একাধিক নেত্রী

সংরক্ষিত সংসদ সদস্যের আলোচনায় বরিশালের লুনা-শাম্মীসহ একাধিক  নেত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার পর থেকেই আলোচনা জোরালো হচ্ছে সংরক্ষিত নারী আসন নিয়ে। সেই আলোচনায় প্রাধান্য পাচ্ছেন বরিশাল তথা দক্ষিণাঞ্চলের ৬ জেলার নারী নেত্রীরা। এ বিভাগ থেকে সংরক্ষিত আসনে কারা জায়গা পাচ্ছেন সে নিয়ে চলছে আলোচনা। যাদের মধ্যে শোনা যাচ্ছে ক্ষমতাসীন দলের অন্তত এক ডজন নারী নেত্রীর নাম।
এদের মধ্যে কেউ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতার স্বজন, কেউ জনপ্রতিনিধির পতœী এবং ছাত্রলীগের সাবেক নেত্রী। যারা প্রত্যাশা করছেন তাঁরা দৌড়ঝাঁপ শুরু করেছেন গণভবন থেকে দলীয় কার্যালয়ে। ধরণা দিচ্ছেন দলের জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যদের কাছে।


সূত্রে জানা গেছে, সাধারণত ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সংরক্ষিত আসনে একজন এমপি হন। সে হিসাবে বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসনের বিপরীতে কমপক্ষে তিন থেকে চারজন এমপি পাওয়ার সুযোগ রয়েছে। তবে ইতিপূর্বে বরিশালে তিনজন সংরক্ষিত নারী সংসদ সদস্য ছিলেন।
বিভাগের রাজনীতির কেন্দ্রস্থল হলো বরিশাল। একাদশ সংসদে জেলায় সংরক্ষিত এমপি ছিলেন দুজন। এরা হচ্ছেন- সাবেক ছাত্রলীগ নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পতœী লুৎফুন্নেছা খান।


তবে জাতীয় দ্বাদশ সংসদে বরিশাল সিটি মেয়রের পতœী লুনা আব্দুল্লাহ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নাম শোনা যাচ্ছে বেশে জোড়েশোরে।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, মেয়র পতœী লুনা আব্দুল্লাহ নারী নেত্রী হিসেবে গত ১২ জুনের সিটি নির্বাচন ও ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে যে ভ‚মিকা রেখেছেন, তা হাইকমান্ডের নজরে এসেছে।


বিভিন্ন জরিপেও লুনা আব্দুল্লাহর নাম শোনা যাচ্ছে। তাছাড়া দ্বৈত নাগরিকত্বে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের নামও আসছে আলোচনায়।
দ্বীপ জেলা ভোলায় জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের আহŸায়ক খাদিজা আক্তার স্বপ্না তৎপরতা শুরু করেছেন।
উপক‚লীয় এলাকা পটুয়াখালীতে সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী কাজী কানিজ সুলতানা। এবার জেলা থেকে মনোনয়ন চেয়েছেন আরেক সাবেক ছাত্রলীগ নেত্রী ঢাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তানজিদা খালেক তুলি।


তিনি ৮০’ র দশকে গলাচিপা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতা খ. ম জাহাঙ্গীর হোসাইনের স্ত্রী সেলিনা হোসাইনও এবার সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী।
বরগুনায় সংরক্ষিত আসনে এমপি হতে সাবেক দুজন এমপির স্ত্রীসহ মোট পাঁচজনের তৎপরতা দেখা গেছে। তারা হলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিয়া এলিট, সংরক্ষিত সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, হোসনে আরা রাণী এবং বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা সুমী।


পিরোজপুরে সংরক্ষিত আসনে তৎপর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন। তিনি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের স্ত্রী।
 এছাড়া মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিনের নামও শোনা যাচ্ছে এ তালিকায়।


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন