ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

Motobad news

উচ্চ শিক্ষার জন্য তিশার আমেরিকায় গমন 

উচ্চ শিক্ষার জন্য তিশার আমেরিকায় গমন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠন আবিস্কারের প্রতিষ্ঠাতা আবু বকর ছিদ্দিক সোহেলের মেয়ে তাসনিম খাদিজা ছিদ্দিক তিশা Southeast Missouri State University  তে Psychology তে ব্যাচেলর ডিগ্রি অর্জনের জন্য ঐ বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে গত ১৯ জানুয়ারী আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন এবং ২২ জানুয়ারী থেকে তিনি ক্লাস শুরু করেছেন।

তাসনিম খাদিজা ছিদ্দিক তিশা ঢাকার পুরানো পল্টনে অবস্থিত লিটল জুয়েলস এন্ড ইনফ্যান্ট স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করেন। তিনি  ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ইংলিস ভার্সনে ২০২২ সালে  GPA - 5 সহ কৃতিত্বের সাথে এইচ এস সি পাস করেন।

এছাড়া বাংলাদেশ গার্লস গাইড এসোসিয়েশনের জাতীয় রেঞ্জার কাউন্সিলের নির্বাহী সদস্য এবং আবিস্কার এর কনিষ্ঠতম আজীবন সদস্য তিশা।  
 
উল্লেখ্য, তিশা, ভাষা সৈনিক,  বীর মুক্তিযোদ্ধা এবং বরিশাল কিশোর মজলিস এর প্রতিষ্ঠাতা প্রয়াত এ ক এম আজহার উদ্দিন এর নাতনি। তিশার ইচ্ছে পূরণে সকলের কাছে দোয়া চাচ্ছি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন