বাকেরগঞ্জে অবৈধ তিন ইটভাটা গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অবৈধ তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি দুটি ইটভাটা থেকে জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাশেদ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত এ অভিযানে নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম সুলতানা সালেহা সুমী।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ জানান, বেলা ১১টার দিকে প্রথমে উপজেলার আউলিয়াপুর গ্রামে অভিযান চালানো হয়। ওই গ্রামের ফিক্সড চিমনির এমআরবি নামে অবৈধ ইটভাটাটি ভেঙে ফেলা হয়। এ সময় ভাটা মালিক মো. মশিউর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালত উপজেলার কলসকাঠি ইউনিয়নের সাদিস গ্রামে অভিযান চালান। ওই গ্রামের যমুনা ব্রিকস নামে অবৈধ ইটভাটাটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, বিকেল ৪টায় মেসার্স ২ স্টার ব্রিকসে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অবৈধ এ ইটভাটাটিও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে কাউকে না পাওয়ায় জরিমানা করা হয়নি।
অভিযানে উপ-পরিচালক এএইচএম রাশেদ ও বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী উপস্থিত ছিলেন।
এইচকেআর