বাবুগঞ্জে আওয়ামী লীগ সভাপতির শীতবস্ত্র বিতরণ

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম খালেদ হোসেন স্বপনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় মাধবপাশা ইউনিয়নে কম্বল বিতরণের মধ্য দিয়ে উপজেলার ৬ ইউনিয়নে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
বৃহস্পতিবার উপজেলার দেহেরগতি ইউনিয়ের রাকুদিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে ওই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এসময় দেহেরগতি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শীতার্ত ও দরিদ্র-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক শামিম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক শুভ কাজী, যুবলীগ নেতা সোহেল কাজী, ইউপি সদস্য শাহআলম মোল্লাসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এইচকেআর