সাবেক সচিবের বাসা থেকে ৩ কোটি টাকা উদ্ধার
সাবেক এক সচিবের বাসা থেকে ৩ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়। এসব টাকা সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামালের বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ওবায়দুর রহমান জানান, টাকা উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবর রোডের ওই বাসায় অভিযান চালানো হয়। বাসা থেকে নগদ ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭০ হাজার ৪০০ টাকার প্রাইজ বন্ড এবং ১০ লাখ ৩ হাজার ৩০৬ টাকা মূল্যমানের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, অবৈধভাবে উপার্জিত এসব অর্থ সাবেক সচিব শাহ কামাল বাসায় রেখেছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি আত্মগোপনে চলে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
২০২০ সালের ২৯ জুন সরকারি চাকরি থেকে শাহ কামালকে অবসর দেওয়া হয়।
এইচকেআর