পিরোজপুরে করোনায় চার জনের মৃত্যু, চলছে কঠোর লকডাউন


পিরোজপুর জেলার ৭ টি উপজেলাতে সকাল থেকে চলছে কঠোর লকডাউন। লকডাউন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে রয়েছে।
জেলায় মোট সংক্রমনের হার ৪৫ শতাংশ। করোনায় মৃতরা হলেন সদর উপজেলার ব্রাক্ষ্মনকাঠী এলাকার আকুলী রাণী সাহা (৭৫), নরখালী এলাকার এনায়েত হোসেন (৫৭), মাছিমপুর এলাকার দিনা আফরোজ (৫০), ভান্ডারিয়া উপজেলার ইকরি এলাকার তেজাম্বর (৭০)। জেলা স্বাস্থ্য বিভাগের মতে, জেলাতে ১০ হাজার স্যাম্পল পরিক্ষা করে ২ হাজার ২ শত ৭৫ জন পজেটিভ হয়েছে।
এদের মধ্যে ৪০ জন মারা গেছে এবং ১ হাজার ৬ শত ৮৪ জন সুস্থ্য হয়েছে। জেলায় মোট আক্রান্ত ৪৫ শতাধিক রোগী। আরো ১৭ জন টেষ্ট করতে দিয়েছেন যাদের সবারই উপসর্গ রয়েছে। গত ২৪ ঘন্টায় ৮০ জন করোনা পজেটিভ পাওয়া গেছে যার মধ্যে সদর উপজেলায় ২৭ জন, নাজিরপুর উপজেলায় ১০ জন, ভান্ডারিয়া উপজেলায় ২ জন, নেছারাবাদ উপজেলায় ১৩ জন, মঠবাড়িয়া উপজেলায় ১০ জন সব বয়সের লোক আক্রান্ত হচ্ছেন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৭৫ জন। হাসপাতালে ১ শতটি বেডের বিতরীতে ভর্তি আছেন ১ শত ৪০ জন।
সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘন্টায় ১৮২ টি স্যাম্পল পরিক্ষা করে ৮০ জনকে পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ২৮ জন এবং আইশলিশনে ১৭ জন রোগী সহ মোট ৪৪ জন রোগী ভর্তি আছে। জেলায় ৪ জন রোগী মারা গেছে।
করোনা ওয়ার্ডে সেন্টাল অক্সিজেন সহ আমাদের অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, পিরোজপুর জেলায় করোনা সংক্রমন রোধে জেলা পুলিশ ৫ শতাধিক সদস্য মাঠে কাজ করছে। পিরোজপুর জেলায় বিভিন্ন স্থানে ৪০টির মতো চেকপোষ্ট করা হয়েছে।
এছাড়াও আমাদের মোবাইল টিমসহ বিভিন্ন কাজ চলছে। এছাড়াও ঘর থেকে বের হলেই আপনাকে উত্তর দিতে হবে আপনি কেনো ঘর থেকে বের হয়েছেন। সরকারী বিধিনিষেধের আওতা বহির্ভূত ব্যাক্তিবর্গ ছাড়া আমরা আজকে কাউকেই সহ্য করবো না। আমরা আশা করছি সকলের সহযোগীতায় করোনা মোকাবিলায় আমরা উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখতে পারবো।
জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার মাঠে থেকে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। সকল দোকানপাট বন্ধ রয়েছে বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকলে মোবাইল কোর্টেও মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ১০ টি মোবাইল কোর্টের মাধ্যমে সারা জেলায় ৫৭ টি মামলায় ২৬ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়েছে।
এইচকেআর
