মঠবাড়িয়ায় অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় গৃহবধূকে পিটিয়েছে বখাটে


পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায় অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় নুপুর বেগম(৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় বখাটে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকাল সাড়ে ৬টায় আনোয়ার হাওলাদারের বাড়ির ভিতরে বসে এ হামলার ঘটনা ঘটে।
আহত গৃহবধূর ওই থানার ৫নং ওয়ার্ড লক্ষণা গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের স্ত্রী। বর্তমানে আহত গৃহবধূ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত সূত্রে জানা যায়, নুপুর বেগমের স্বামী জসিম উদ্দিন দীর্ঘদিন যাবৎ প্রবাসে থাকায় একই এলাকার বাসিন্দা আনোয়ার হাওলাদারের বখাটে ছেলে আলামিন অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। নুপুর বেগম তার কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন সময় তুচ্ছ ঘটনা নিয়ে গালিগালাজ করে।
এ নিয়ে উভয় মাঝে দ্বন্দ্বের সৃষ্টি হয়। ঘটনার দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বখাটে আলামিন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নুপুর বেগমের ওপর এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহত নুপুর বেগমকে তাৎক্ষণিকভাবে শেবাচিমে প্রেরণ করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।এ নিয়ে মামলা করার প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরও জানান।
এমবি
